শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৬৫ সালে গাংগোর উচ্চ বিদ্যালয়টি
প্রতিষ্ঠা ছিল এলাকা বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। বিদ্যালয়টি স্বীকৃতি পাওয়ার পর থেকে
অদ্যবধি দক্ষ বিদ্যালয় পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সুচারু রুপে পরিচালিত হয়ে
আসছে। প্রতিষ্ঠার পর থেকেই অনেক শিক্ষার্থী অত্র বিদ্যালয় হইতে ভাল ফলাফল করে
সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদে কর্মরত আছেন।
তন্মধ্যে রয়েছেন সচিব, জজ, সরকারি
কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, উকিল, ব্যাংক ম্যানেজার এবং সরকারি – বেসরকারি বিদ্যালয়ে
কর্মরত শিক্ষক/শিক্ষিকাগণ। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি শিক্ষার সম্প্রসারণে ব্যাপক
ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল
অত্যান্ত আশানুরূপ। অত্র বিদ্যালয়ের বিভিন্ন সহপাঠ্যক্রম শিক্ষা বাস্তবায়ন
ছাড়াও মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট টেলিভিশনের মাধ্যমে ক্লাস নিয়মিত হয়। অত্র
বিদ্যালয়ে
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফল ভালো এবং জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় বৃত্তি
লাভ সহ অন্যান্য কর্যক্রমে নিয়মিত সাফল্য আসছে। শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে
অভিবাবক ও শিক্ষকগণ অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়টি জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার
কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়।
বর্তমানে বিদ্যালয়টিতে মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র অধীনে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক
ও বাণিজ্য বিভাগে পাঠদানের জন্য অনুমতি প্রাপ্ত হয়েছে এবং ২০২৩-২০২৪ইং সেশনে একাদশ
শ্রেণির জন্য শিক্ষার্থী ভর্তি চলিতেছে।